০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে জমি বিরোধে সংঘর্ষে প্রতিবন্ধী যুবক নিহত

রংপুর নগরীর হাজিরহাট এলাকার দোলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত এক প্রতিবন্ধী যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত যুবকের নাম আবু নাস (১৮)। তিনি ধনীটারী গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে।

গতকাল বিকেলে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আবু নাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজিরহাট দোলাপাড়া ধনীটারী গ্রামের লুৎফর রহমান ও হোসেন আলীর সঙ্গে একই গ্রামের চাঁন মিয়া ও হাফিজুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে উভয় পক্ষ জমি দখলের চেষ্টা করলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় লুৎফর রহমানের প্রতিবন্ধী ছেলে আবু নাসকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

রংপুরে জমি বিরোধে সংঘর্ষে প্রতিবন্ধী যুবক নিহত

আপডেট সময় : ০৬:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

রংপুর নগরীর হাজিরহাট এলাকার দোলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত এক প্রতিবন্ধী যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত যুবকের নাম আবু নাস (১৮)। তিনি ধনীটারী গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে।

গতকাল বিকেলে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আবু নাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজিরহাট দোলাপাড়া ধনীটারী গ্রামের লুৎফর রহমান ও হোসেন আলীর সঙ্গে একই গ্রামের চাঁন মিয়া ও হাফিজুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে উভয় পক্ষ জমি দখলের চেষ্টা করলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় লুৎফর রহমানের প্রতিবন্ধী ছেলে আবু নাসকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

শু/সবা