০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে মাদকসহ এক ব্যক্তি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"ads_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"430d216baa2e4043ac882cfa35c5f6d9","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

কুড়িগ্রামের রাজারহাটে মাদকদ্রব্যসহ শ্রীকৃষ্ণ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার চাকির পশার তালুক গ্রামের মৃত খোকার ছেলে।  রাজারহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে শ্রীকৃষ্ণকে মাদকদ্রব্যসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত শ্রীকৃষ্ণকে সাজাভোগের জন্য জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এসএস/সবা

রাজারহাটে মাদকসহ এক ব্যক্তি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে মাদকদ্রব্যসহ শ্রীকৃষ্ণ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার চাকির পশার তালুক গ্রামের মৃত খোকার ছেলে।  রাজারহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে শ্রীকৃষ্ণকে মাদকদ্রব্যসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত শ্রীকৃষ্ণকে সাজাভোগের জন্য জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এসএস/সবা