০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানে বাঁধা: ৩টি মামলায় আসামি ১৬৫০

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার অভিযোগে নতুন করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামি করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর
পোর্ট অফিসার মো. আবদুল ওয়াকিল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান মামলাটি নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিনকে। এ ছাড়া রাজনৈতিক নেতা, আইনজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকেও আসামি করা হয়েছে।

 

ওসি ইলিয়াস খান জানান, ৫ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএ–এর নেতৃত্বে প্রশাসন বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ও নতুন বাহারছড়ায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা প্রধান সড়ক ও বিমানবন্দর সড়কে ব্যারিকেড দেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং ঠেলাগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় বুলডোজার ভাঙচুর ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টাও হয়। এর প্রেক্ষিতে রোববার মামলাটি দায়ের করা হয়।
এদিকে এখন পর্যন্ত তিনটি মামলায় মোট ১ হাজার ৬৫০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হলো।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নিলামে ২০৬ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানে বাঁধা: ৩টি মামলায় আসামি ১৬৫০

আপডেট সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার অভিযোগে নতুন করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামি করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর
পোর্ট অফিসার মো. আবদুল ওয়াকিল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান মামলাটি নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিনকে। এ ছাড়া রাজনৈতিক নেতা, আইনজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকেও আসামি করা হয়েছে।

 

ওসি ইলিয়াস খান জানান, ৫ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএ–এর নেতৃত্বে প্রশাসন বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ও নতুন বাহারছড়ায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা প্রধান সড়ক ও বিমানবন্দর সড়কে ব্যারিকেড দেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং ঠেলাগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় বুলডোজার ভাঙচুর ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টাও হয়। এর প্রেক্ষিতে রোববার মামলাটি দায়ের করা হয়।
এদিকে এখন পর্যন্ত তিনটি মামলায় মোট ১ হাজার ৬৫০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হলো।

এমআর/সবা