রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে শুরু হয়েছে ৬ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা। প্রতি বছরের মতো এবারও তিন পার্বত্য জেলা থেকে আগত প্রায় দেড় শতাধিক দায়ক-দায়িকা ও ধ্যানীবৃন্দের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়।
রাজস্থলী দি বুদ্ধ সাসনা হিতাকারী এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ৫ জানুয়ারি (রবিবার) সকাল থেকে এই কর্মশালা শুরু হয়। এতে বিদর্শন ভাবনা অনুশীলন পরিচালনা করেন মায়ানমার সরকার কর্তৃক “আগগা মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা” উপাধিপ্রাপ্ত বুদ্ধ সাসনা হিতাকারী সংঘের সভাপতি ও রাজস্থলী চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের।
কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত চাইন্দাসারা ভিক্ষু বলেন, মানবজন্ম অগণিত পুণ্যের ফল। জীবনের ভুলত্রুটি সংশোধন ও মনের কলুষতা দূর করতে বিদর্শন ভাবনা অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুশীলনের মাধ্যমে মানুষ নিজের অন্তর্গত স্বরূপ উপলব্ধি করতে পারে।

কর্মশালায় অংশ নেওয়া উপাসক-উপাসিকারা জানান, মনোরম পরিবেশে প্রায় ১১০ জন ধ্যানীবৃন্দ অংশগ্রহণ করছেন। তবে বিহারের শৌচাগার, পাঠি, বালিশ, কম্বল, মাঠ সংস্কারসহ কিছু অবকাঠামোগত সমস্যার কথা তারা তুলে ধরেন। বয়স্ক দায়ক-দায়িকাদের সেবায় স্বেচ্ছাসেবীদের ভূমিকার প্রশংসাও করেন তারা।
বুদ্ধ সাসনা হিতাকারী সংঘের সাধারণ সম্পাদক মংসিনু মারমা বলেন, সরকারি সহযোগিতা পেলে বিদর্শন ভাবনা কর্মশালার কার্যক্রম আরও সম্প্রসারিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, কর্মশালার সমাপনী অনুষ্ঠান আগামী ১০ জানুয়ারি সকালে কুটুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এমআর/সবা




















