ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সুফিয়া ব্রিকস ও এম এম ব্রিক্স ফিল্ড ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত শর্ত পূরণে ব্যর্থ হয়। এ কারণে এম এম ব্রিক্স ফিল্ডের মালিক মাওলানা আব্দুর রহমানকে ১ লাখ টাকা এবং সুফিয়া ব্রিকসের মালিক সাইদুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এমআর/সবা




















