১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (চাকসু) নির্বাচন-২০২৫ তিনদিন পেছানো হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর (বুধবার)

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণার কাজে মাত্র ৫ কার্যদিবস পাবেন। গতকাল প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এমন তথ্য জানায়।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য চবি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে নির্বাচন কমিশন। এরপর আজ সকালে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর

আপডেট সময় : ০৪:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (চাকসু) নির্বাচন-২০২৫ তিনদিন পেছানো হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর (বুধবার)

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণার কাজে মাত্র ৫ কার্যদিবস পাবেন। গতকাল প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এমন তথ্য জানায়।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য চবি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে নির্বাচন কমিশন। এরপর আজ সকালে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমআর/সবা