আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার স্বীকৃতিস্বরূপ ‘জুলাই বার্তাবীর সম্মাননা স্মারক’ পেয়েছেন দৈনিক সবুজ বাংলার জুলাই অভ্যুত্থানকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি মাহির কাইয়ুম।
মাহির কাইয়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। দায়িত্ব পালন করতে গিয়ে জুলাই অভ্যুত্থানে আহত হয়েও তিনি সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় অবদান রাখেন।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে আগ্রাসন বিরোধী আন্দোলন, সহযোগিতায় ছিল জেএএম সংস্থা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার পাওয়া অন্যান্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন; দৈনিক যুগান্তরের মাহাদী হাসান, বাসসের তাউসিফুল ইসলাম ও আফজাল হোসেন তানভীর, কালবেলার আমজাদ হোসেন, দেশ রূপান্তরের খালিদ হাসান, মানবজমিনের আসাদুজ্জামান আসাদ, চ্যানেল টুয়েন্টিফোরের বোরহান উদ্দিন, নিউজ বাংলা টুয়েন্টিফোরের মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সাব্বিরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের রাহাদ হোসেন ও নয়া দিগন্তের হারুন ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




















