০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
এশিয়া কাপ

বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে আজ পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে এই দুই দল। আজকের ম্যাচের জয়ী ফাইনালের দৌড়ে টিকে থাকবে, আর হেরে যাওয়া দলের জন্য আশা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আবুধাবিতে মাঠে নামবে দুই দল।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতে সেরা দল হয়ে সুপার ফোরে উঠেছিল শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে তারা ফাইনালের দৌড়ে পিছিয়ে আছে। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, “বাংলাদেশের কাছে হার ভুলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। পাকিস্তান ম্যাচে জিততেই হবে, ফাইনালের আশা বাঁচাতে এই জয় অপরিহার্য।”

পাকিস্তানও সুপার ফোরে ভারতের কাছে ৬ উইকেটে হেরে হোঁচট খায়। অধিনায়ক সালমান আঘা বলেন, “ভারত ম্যাচ অতীত। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। জয় ছাড়া ফাইনালের সুযোগ নেই। আমরা জয়ের জন্যই মাঠে নামব।”

২০২২ সালের এশিয়া কাপের পর আবারও টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে পাকিস্তান ১৩টি এবং শ্রীলঙ্কা ১০টি জয় পেয়েছে। ২০২২ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপেও দুইবার মুখোমুখি হয়েছিল তারা, দু’বারই জয় পেয়েছিল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা স্কোয়াড : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

পাকিস্তান স্কোয়াড : সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

এশিয়া কাপ

বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৫:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে আজ পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে এই দুই দল। আজকের ম্যাচের জয়ী ফাইনালের দৌড়ে টিকে থাকবে, আর হেরে যাওয়া দলের জন্য আশা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আবুধাবিতে মাঠে নামবে দুই দল।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতে সেরা দল হয়ে সুপার ফোরে উঠেছিল শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে তারা ফাইনালের দৌড়ে পিছিয়ে আছে। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, “বাংলাদেশের কাছে হার ভুলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। পাকিস্তান ম্যাচে জিততেই হবে, ফাইনালের আশা বাঁচাতে এই জয় অপরিহার্য।”

পাকিস্তানও সুপার ফোরে ভারতের কাছে ৬ উইকেটে হেরে হোঁচট খায়। অধিনায়ক সালমান আঘা বলেন, “ভারত ম্যাচ অতীত। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। জয় ছাড়া ফাইনালের সুযোগ নেই। আমরা জয়ের জন্যই মাঠে নামব।”

২০২২ সালের এশিয়া কাপের পর আবারও টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে পাকিস্তান ১৩টি এবং শ্রীলঙ্কা ১০টি জয় পেয়েছে। ২০২২ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপেও দুইবার মুখোমুখি হয়েছিল তারা, দু’বারই জয় পেয়েছিল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা স্কোয়াড : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

পাকিস্তান স্কোয়াড : সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

এমআর/সবা