খাগড়াছড়ি জেলার দীঘিনালায় গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পার্বত্য জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় দীঘিনালা ইউনিয়নের বড়াদম চৌরাস্তায় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বড়াদম বাজারে গিয়ে শেষ হয়। এ মিছিলে স্থানীয় স্কুল-কলেজ শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্র বিভাস চাকমা ও স্কুলছাত্রী আদর্শী চাকমা। বিভাস চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রয়োজনে রাজপথে জীবন উৎসর্গ করতেও আমরা প্রস্তুত। ছাত্র সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”
অন্যদিকে আদর্শী চাকমা বলেন, “খাগড়াছড়িতে গত মঙ্গলবার এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামীকাল আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে দীঘিনালাসহ পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, ন্যায়ের দাবিতে তাদের এই আন্দোলন চলবেই।
এমআর/সবা





















