০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনীর দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর “স্থানীয় উন্নয়নে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে। ট্রাস্ট চেয়ারম্যান এম. এ. তাহের পন্ডিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) গোলাম মো: বাতেন।

সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসনাত তুহিন ও সদস্য কামরুল ইসলাম টিটুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতি আব্দুর রহিম, দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ট্রাস্ট আয়োজক কমিটির আহ্বায়ক জাকির হোসেন, ট্রাস্ট ডিরেক্টর তবারক হোসেন সোহেল, আলাউদ্দিন আল হাসান, মোখছেদুর রহমান পাভেল, শাহ আলম, আর্জুন দাস, এম. এ. আরাফাত ভূঞা, আবদুল আউয়াল মিলন, জাহিদ হাসান, মো. ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় শিক্ষাবিদরাও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে একটি মাইলফলক হিসেবে কাজ করছে। তারা ট্রাস্টের কার্যক্রমকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, ট্রাস্ট দাগনভূঞা ও ফেনী জেলায় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল

দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফেনীর দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর “স্থানীয় উন্নয়নে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে। ট্রাস্ট চেয়ারম্যান এম. এ. তাহের পন্ডিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) গোলাম মো: বাতেন।

সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসনাত তুহিন ও সদস্য কামরুল ইসলাম টিটুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতি আব্দুর রহিম, দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ট্রাস্ট আয়োজক কমিটির আহ্বায়ক জাকির হোসেন, ট্রাস্ট ডিরেক্টর তবারক হোসেন সোহেল, আলাউদ্দিন আল হাসান, মোখছেদুর রহমান পাভেল, শাহ আলম, আর্জুন দাস, এম. এ. আরাফাত ভূঞা, আবদুল আউয়াল মিলন, জাহিদ হাসান, মো. ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় শিক্ষাবিদরাও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে একটি মাইলফলক হিসেবে কাজ করছে। তারা ট্রাস্টের কার্যক্রমকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, ট্রাস্ট দাগনভূঞা ও ফেনী জেলায় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এমআর/সবা