০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন কেটে তেল চুরি, আটক ১

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৮:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 25

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তেল পরিবহন পাইপলাইন কেটে তেল চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার হাদি ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পাইপলাইনে ছিদ্র হওয়ার ফলে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় মহাসড়কের পাশে বিপিসির পাইপলাইনের ওপর প্রায় এক মাস আগে একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। ঘরটি ভাড়া নিয়ে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি মাটি খুঁড়ে পাইপলাইনে ফুটো করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল চুরি করছিলেন। বৃহস্পতিবার সকালে তেলের চাপ বেড়ে গেলে ছিদ্র দিয়ে বিপুল পরিমাণ তেল বের হতে শুরু করে।

ঘটনাস্থলে বিপিসি, পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করেন এবং পাইপলাইন মেরামতের কাজ শুরু করেন।

ঘরের মালিকের স্ত্রী নুরজাহান বেগম জানান, ভাড়াটিয়ার বিস্তারিত পরিচয় সংরক্ষণ করা হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, তেল চুরির সঙ্গে জড়িত ব্যক্তি পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পাইপলাইনের ক্ষয়ক্ষতি ও চুরি হওয়া তেলের পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

মিরসরাই থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিপিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন কেটে তেল চুরি, আটক ১

আপডেট সময় : ০৮:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তেল পরিবহন পাইপলাইন কেটে তেল চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার হাদি ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পাইপলাইনে ছিদ্র হওয়ার ফলে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় মহাসড়কের পাশে বিপিসির পাইপলাইনের ওপর প্রায় এক মাস আগে একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। ঘরটি ভাড়া নিয়ে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি মাটি খুঁড়ে পাইপলাইনে ফুটো করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল চুরি করছিলেন। বৃহস্পতিবার সকালে তেলের চাপ বেড়ে গেলে ছিদ্র দিয়ে বিপুল পরিমাণ তেল বের হতে শুরু করে।

ঘটনাস্থলে বিপিসি, পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করেন এবং পাইপলাইন মেরামতের কাজ শুরু করেন।

ঘরের মালিকের স্ত্রী নুরজাহান বেগম জানান, ভাড়াটিয়ার বিস্তারিত পরিচয় সংরক্ষণ করা হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, তেল চুরির সঙ্গে জড়িত ব্যক্তি পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পাইপলাইনের ক্ষয়ক্ষতি ও চুরি হওয়া তেলের পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

মিরসরাই থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিপিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শু/সবা