০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

লালমনিরহাটের সীমান্ত এলাকায় ১৫ বিজিবি’র বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে ১৫ বিজিবি’র টহলদল সীমান্তের তিনটি পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনচৌকি বিওপি’র আওতাধীন পূর্ব আমঝোল, ঝাউরানী বিওপি’র আওতাধীন হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এবং কুড়িগ্রামের রামখানা (কাজীটারী) এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা মাদক ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল—ভারতীয় গাঁজা ৫৮ কেজি, ফেন্সিডিল ৫৮ বোতল এবং ইস্কাফ সিরাপ ৯৯ বোতল। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা। সংশ্লিষ্ট চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, “দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

আপডেট সময় : ০৬:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

লালমনিরহাটের সীমান্ত এলাকায় ১৫ বিজিবি’র বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে ১৫ বিজিবি’র টহলদল সীমান্তের তিনটি পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনচৌকি বিওপি’র আওতাধীন পূর্ব আমঝোল, ঝাউরানী বিওপি’র আওতাধীন হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এবং কুড়িগ্রামের রামখানা (কাজীটারী) এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা মাদক ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল—ভারতীয় গাঁজা ৫৮ কেজি, ফেন্সিডিল ৫৮ বোতল এবং ইস্কাফ সিরাপ ৯৯ বোতল। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা। সংশ্লিষ্ট চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, “দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

এমআর/সবা