লালমনিরহাটের হাতীবান্ধা থানায় অবরুদ্ধ মামলায় উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইউনুস আলী লাভলুকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার আমতলা বাজার এলাকা থেকে তাকে হাতীবান্ধা থানা পুলিশ আটক করে। তিনি উত্তর পারুলিয়া গ্রামের মৃত খন্দকার আশরাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ২ জুলাই সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার সময় দুষ্কৃতিকারীরা পাটগ্রাম থানা অবরুদ্ধ করে ব্যাপক ভাঙচুর চালায়। ওই সময়ে পাটগ্রাম থানা সাহায্যের জন্য হাতীবান্ধা থানার সঙ্গে যোগাযোগ করলে, বিএনপির নেতাকর্মীরা থানার গতি রোধ করে নিজ উদ্যোগে থানাটি অবরুদ্ধ রাখে। এতে সরকারি কার্যক্রমে বিঘ্ন ঘটে।
ঘটনার দুই দিন পর, ৪ জুলাই, হাতীবান্ধা থানায় বিএনপির ২৭ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ইউনুস আলী লাভলুকে ২নং আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমআর/সবা




















