০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে জমি নিয়ে বিরোধে ভাইদের হাতে ভাই খুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও টেঁটা বিদ্ধ করে খুন করেছে তার চাচাতো দুই ভাই।

শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ ধল্লা ইউনিয়নের ইলা ব্যাপারীর ছেলে। তিনি মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের ড্রাইভার ছিলেন এবং চার সন্তানের জনক ছিলেন।

নিহতের মেয়ে স্মৃতি জানান, তাদের পরিবারের সঙ্গে চাচাতো ভাই স্বাধীন ও জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর রামদা ও টেঁটা দিয়ে তার বাবা হানিফকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

সিংগাইরে জমি নিয়ে বিরোধে ভাইদের হাতে ভাই খুন

আপডেট সময় : ০৬:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও টেঁটা বিদ্ধ করে খুন করেছে তার চাচাতো দুই ভাই।

শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ ধল্লা ইউনিয়নের ইলা ব্যাপারীর ছেলে। তিনি মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের ড্রাইভার ছিলেন এবং চার সন্তানের জনক ছিলেন।

নিহতের মেয়ে স্মৃতি জানান, তাদের পরিবারের সঙ্গে চাচাতো ভাই স্বাধীন ও জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর রামদা ও টেঁটা দিয়ে তার বাবা হানিফকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এমআর/সবা