১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবির প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-তে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর ২০২৫। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উপাচার্য জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থীর অনার্স বা অনার্স-মাস্টার্স উভয়ই সম্পন্ন হয়েছে, তারাও এতে অংশ নিতে পারবেন।

 

প্রফেসর শওকাত আলী সমাবর্তনের সফল আয়োজনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “ছাত্র সংসদ ও হল সংসদ নীতিমালা সংশোধন করে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান চলতি মাসের মধ্যেই চূড়ান্ত হবে এবং বছরের মধ্যেই পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান একনেকে অনুমোদনের আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম জানান, সমাবর্তনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ অক্টোবর, বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন উদ্বোধন করা হবে। এ সময় রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বেরোবির প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর

আপডেট সময় : ০৪:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-তে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর ২০২৫। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উপাচার্য জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থীর অনার্স বা অনার্স-মাস্টার্স উভয়ই সম্পন্ন হয়েছে, তারাও এতে অংশ নিতে পারবেন।

 

প্রফেসর শওকাত আলী সমাবর্তনের সফল আয়োজনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “ছাত্র সংসদ ও হল সংসদ নীতিমালা সংশোধন করে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান চলতি মাসের মধ্যেই চূড়ান্ত হবে এবং বছরের মধ্যেই পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান একনেকে অনুমোদনের আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম জানান, সমাবর্তনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ অক্টোবর, বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন উদ্বোধন করা হবে। এ সময় রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমআর/সবা