গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর দিনাজপুর জেলা অফিসের আয়োজনে পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ দিনাজপুর জেলা ব্যবস্থাপক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, যিনি এসডিএফের বাস্তবায়িত আরইএলআই প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মো. সায়েম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রব প্রামাণিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাহেব আহমদ নাঈম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ, এসডিএফ দিনাজপুর জেলা কর্মকর্তা আল আমিন মিয়া এবং গ্রাম সমিতির প্রতিনিধিগণ।
কর্মশালায় উপস্থিত স্টেকহোল্ডাররা প্রকল্পের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এবং স্থানীয় উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এমআর/সবা



















