১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে মাটিচাপায় যুবকের মৃত্যু: অবৈধ মাটি কাটার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে মাটির নিচে চাপা পড়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
রবিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় উপজেলাধীন হিলবালু খালী ছানাগোনা এলাকায় পাহাড় থেকে মাটি কাটার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,দাঁতমারা ইউনিয়নের মামুনুর রশীদ প্রকাশ পোল্ট্রি মামুনের নেতৃত্বে ছানাগোনা মসজিদের পশ্চিম পার্শ্বে সরকারি খাস খতিয়ানের টিলা থেকে গত কয়েকদিন ধরে অবৈধভাবে মাটি কেটে পাচার করা হচ্ছিল। এই কাজে নিয়োজিত থাকার সময় হঠাৎ পাহাড় ধসে আরিফ মাটির নিচে চাপা পড়েন। সহকর্মী শ্রমিকরা তড়িঘড়ি করে উদ্ধারের চেষ্টা করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার পর পোল্ট্রি মামুনের লোকজন আরিফের লাশ তার বাড়িতে নিয়ে গিয়ে তড়িঘড়ি করে গোসল ও দাফনের প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বরকত উল্লাহ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পাহাড়ি এলাকায় কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

ফটিকছড়িতে মাটিচাপায় যুবকের মৃত্যু: অবৈধ মাটি কাটার অভিযোগ

আপডেট সময় : ০৫:২২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে মাটির নিচে চাপা পড়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
রবিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় উপজেলাধীন হিলবালু খালী ছানাগোনা এলাকায় পাহাড় থেকে মাটি কাটার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,দাঁতমারা ইউনিয়নের মামুনুর রশীদ প্রকাশ পোল্ট্রি মামুনের নেতৃত্বে ছানাগোনা মসজিদের পশ্চিম পার্শ্বে সরকারি খাস খতিয়ানের টিলা থেকে গত কয়েকদিন ধরে অবৈধভাবে মাটি কেটে পাচার করা হচ্ছিল। এই কাজে নিয়োজিত থাকার সময় হঠাৎ পাহাড় ধসে আরিফ মাটির নিচে চাপা পড়েন। সহকর্মী শ্রমিকরা তড়িঘড়ি করে উদ্ধারের চেষ্টা করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার পর পোল্ট্রি মামুনের লোকজন আরিফের লাশ তার বাড়িতে নিয়ে গিয়ে তড়িঘড়ি করে গোসল ও দাফনের প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বরকত উল্লাহ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পাহাড়ি এলাকায় কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এমআর/সবা