বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো সরকারি মন্ত্রিসভায় জায়গা পেল একটি এআই ব্যবস্থা। নাম তার ডিয়েলা — তাকে আলবেনিয়া ‘রাষ্ট্রীয় কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী’ হিসেবে নিয়োগ দিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরেই প্রেসিডেন্টের অধ্যাদেশ অনুযায়ী ভার্চুয়াল এআই মন্ত্রণালয় গঠনের ক্ষমতা পায় প্রধানমন্ত্রী এডি রামা, এরপরই ডিয়েলাকে মন্ত্রী করা হয়। এর মধ্য দিয়ে ডিয়েলা হলো বিশ্বের প্রথম সরকারি পদপ্রাপ্ত রোবট এবং প্রথম নারী এআই মন্ত্রী।
ডিয়েলা মূলত আকশি (AKSHI) — আলবেনিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ইনফরমেশন সোসাইটি—নির্মিত একটি উন্নত এআই ভার্চুয়াল সহকারী, যা Microsoft ও OpenAI প্রযুক্তির সহায়তায় Azure প্ল্যাটফর্মে বিকশিত হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ই–আলবেনিয়া পোর্টালে নাগরিকদের জন্য ডিজিটাল সরকারি সেবা চালু থেকে শুরু করে নথি সংগ্রহ, নির্দেশনা ও ভেরিফিকেশন — ডিয়েলা ইতোমধ্যে ৩৬ হাজারের বেশি সরকারি নথি এবং প্রায় হাজারখানেক সেবা সহজ করেছে। পরবর্তীতে ভয়েস ভার্সন ও জীবন্ত অবতারের মাধ্যমে তার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পায়।
মন্ত্রী হওয়ার পর ডিয়েলার প্রথম বড় দায়িত্ব হিসেবে সরকারি ক্রয় ও টেন্ডার ব্যবস্থাপনা ধীরে ধীরে তার কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে সরকার—যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত, দুর্নীতিহীন প্রক্রিয়া নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রী রামা দাবি করেছেন, “ডিয়েলা নিশ্চিত করবে যে সরকারি টেন্ডার শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে।”
তবে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্কও কম নয়। সংসদে ডিয়েলার ভিডিও ভাষণ দেখানো হলে বিরোধী দল তীব্র আপত্তি জানায়। তাদের মতে, এটি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা রুখতে তৈরি একটি “ভার্চুয়াল মুখোশ”। সমালোচকরা আরও বলছেন, এআইকে নীতি–নির্ধারণী কাজে বসানো জবাবদিহিতা, ন্যায়বিচার ও সাইবার নিরাপত্তায় নতুন ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
বিতর্ক থাকলেও এটি স্পষ্ট—ডিয়েলাকে ঘিরে বিশ্বের প্রযুক্তি, রাজনীতি ও শাসনব্যবস্থায় একটি নতুন যুগের দরজা খুলে গেছে।
এমআর/সবা

























