বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে পাহাড়চূড়ায় গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ভিউ পয়েন্ট ও বিশ্রামস্থল ‘শৈলচূড়া ক্যাফে’। প্রকৃতির অপার সৌন্দর্য ও শান্ত পরিবেশে ঘেরা এই স্থানটি এখন স্থানীয়দের পাশাপাশি বাইরের পর্যটকদেরও আকর্ষণ করছে।
সবুজে মোড়া পাহাড়, আকাশ ছোঁয়া বৃক্ষরাজি, দূর-দূরান্ত পর্যন্ত বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য আর পাখির কিচিরমিচির—সব মিলিয়ে ‘শৈলচূড়া ক্যাফে’ যেন এক জীবন্ত ছবির ফ্রেম। এখানে দাঁড়িয়ে এক নজরে দেখা যায় চারপাশের বিস্তীর্ণ পাহাড়, সবুজ বনভূমি আর সোনাইছড়ির আঁকাবাঁকা প্রবাহমান ধারা।
স্থানীয় এক তরুণের উদ্যোগে কয়েক বছর আগে শুরু হয় শৈলচূড়া ক্যাফের নির্মাণকাজ। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি দুইতলা এই কাঠামোটি স্থানীয় ঐতিহ্য ও পাহাড়ি স্থাপত্যশৈলীর প্রতিফলন ঘটিয়েছে। দর্শনার্থীরা এখানে এসে শুধু প্রকৃতি নয়, পাহাড়ি সংস্কৃতি, আতিথেয়তা ও নানান স্থানীয় খাবারের স্বাদও উপভোগ করতে পারেন।
ভোরের সূর্যোদয় ও বিকেলের সূর্যাস্ত—শৈলচূড়া ক্যাফের সবচেয়ে আকর্ষণীয় দুটি মুহূর্ত। সকালে কুয়াশা ঢাকা পাহাড়ের বুক চিরে সূর্যের আলো ফোটার দৃশ্য কিংবা বিকেলে সূর্য ডোবার সময়ের রঙিন আকাশ—দুই দৃশ্যই দর্শনার্থীদের মুগ্ধ করে।
নাইক্ষ্যংছড়ির ভৌগোলিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য ‘শৈলচূড়া ক্যাফে’কে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। স্থানীয়দের মতে, সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে শৈলচূড়া ক্যাফে বান্দরবানের পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য স্থান করে নিতে পারবে।
এমআর/সবা


























