দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় ও হিমালয় দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সীমান্তঘেঁষা তেঁতুলিয়া এখন প্রকৃতিপ্রেমীদের কাছে নতুন যেন এক স্বর্গ। আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার পরিষ্কার আকাশে দেখা দেয় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ও হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছে পর্যটকগণ। শুক্রবার সকাল হঠাৎ করেই পরিষ্কার নীল আকাশে ধরা দেয় বরফে মোড়ানো বিশাল শৃঙ্গটি। মুহূর্তেই মেঘমুক্ত উত্তরের আকাশে ঝলমল করে ওঠা কাঞ্চনজঙ্ঘার ছবি
ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকৃতির এই রূপ বদলের সাক্ষী তেঁতুলিয়া যেন ভোরের দিকে হঠাৎ করেই পরিষ্কার আকাশে দেখা মেলে হিমালয়ের বিশাল শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এ দৃশ্য সাধারণত অক্টোবর-নভেম্বরে স্পষ্ট দেখা যায়। গাইবান্ধা থেকে আসা সাইফুল ইসলাম আকন্দ বলেন, এখানে এসে অভিভূত। গত কয়েক বছর ধরে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসি। এবার আমার ছোট মেয়ে ও ছোট ভাই নিয়ে এসেছি। আবারও নিজের চোখে দেখলাম। আর চারদিকে কাশফুলের সৌন্দর্য যেন রূপকথার কোনো জায়গা। পর্যটকদের মতে, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। ভোরবেলা কিংবা সকালে, আকাশ পরিষ্কার থাকলেই দেখা মেলে বরফে ঢাকা সেই রাজশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের এসআই মো. রাব্বুল ইসলাম বলেন, গত দুইদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার পর্যটক সমাগম ঘটেছে। পর্যটকদের নিরাপত্তা প্রদান করে যাচ্ছি।
যেকোনো সমস্যায় পর্যটকরা ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা পাবেন। তারা যেন নির্বিঘ্নে তাদের ভ্রমণ উপভোগ করতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


























