০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে হিমালয়ে তুষার ধসে ৭ আরোহী নিহত, উদ্ধারকাজ চলছে

নেপালের হিমালয় শৃঙ্গে তুষার ধসের ঘটনায় সাত আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি এবং দুইজন গাইড বা শেরপা নেপালের নাগরিক। পর্বত অভিযান পরিচালনাকারী সংস্থা ‘সেভেন সামিট ট্রেকস’-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে নেপালের দোলাখা জেলায় ইয়ালুংরি বেস ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন ইতালির, একজন করে কানাডা, জার্মানি ও ফ্রান্সের নাগরিক। দুই নেপালি তাদের গাইড বা শেরপা হিসেবে দায়িত্বে ছিলেন। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি পাঁচজনের দেহ তুষারের নিচে চাপা পড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার সময় আহত অন্য আটজনকে রাজধানী কাঠমান্ডুতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, আরোহীরা শৃঙ্গের দিকে আরোহণ শুরু করার এক ঘণ্টার মাথায় তুষার ধসের ঘটনা ঘটে। সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপা জানিয়েছেন, বাকি পাঁচজনের দেহ সম্ভবত ১০-১৫ ফুট গভীরে চাপা পড়েছে, তাই উদ্ধার করতে সময় লাগবে।

উদ্ধারকাজে অংশ নেওয়া একজন উদ্ধারকর্মী জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে আরও কয়েকজনকে বাঁচানো যেত। দুর্ঘটনার সময় তারা বারবার সাহায্যের আবেদন করেছিলেন, কিন্তু তৎক্ষণাৎ সাড়া পাননি।

স্থানীয় জেলা প্রশাসক জানিয়েছেন, বৈরী আবহাওয়া ও কারিগরি জটিলতার কারণে উদ্ধারকাজ বিলম্বিত হয়েছে। হেলিকপ্টার বা পায়ে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন ছিল।

নেপালি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের একটি দল হিমালয়ের দোলমা খাং শৃঙ্গে আরোহণের প্রস্তুতি নিচ্ছিল। শৃঙ্গটির উচ্চতা ৬,৩৩২ মিটার। এর আগে তাদের ৫,৬৩০ মিটার উচ্চতার ইয়ালুংরি শৃঙ্গে আরোহণের পরিকল্পনা ছিল।

শুভ/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

নেপালে হিমালয়ে তুষার ধসে ৭ আরোহী নিহত, উদ্ধারকাজ চলছে

আপডেট সময় : ০৮:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

নেপালের হিমালয় শৃঙ্গে তুষার ধসের ঘটনায় সাত আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি এবং দুইজন গাইড বা শেরপা নেপালের নাগরিক। পর্বত অভিযান পরিচালনাকারী সংস্থা ‘সেভেন সামিট ট্রেকস’-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে নেপালের দোলাখা জেলায় ইয়ালুংরি বেস ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন ইতালির, একজন করে কানাডা, জার্মানি ও ফ্রান্সের নাগরিক। দুই নেপালি তাদের গাইড বা শেরপা হিসেবে দায়িত্বে ছিলেন। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি পাঁচজনের দেহ তুষারের নিচে চাপা পড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার সময় আহত অন্য আটজনকে রাজধানী কাঠমান্ডুতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, আরোহীরা শৃঙ্গের দিকে আরোহণ শুরু করার এক ঘণ্টার মাথায় তুষার ধসের ঘটনা ঘটে। সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপা জানিয়েছেন, বাকি পাঁচজনের দেহ সম্ভবত ১০-১৫ ফুট গভীরে চাপা পড়েছে, তাই উদ্ধার করতে সময় লাগবে।

উদ্ধারকাজে অংশ নেওয়া একজন উদ্ধারকর্মী জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে আরও কয়েকজনকে বাঁচানো যেত। দুর্ঘটনার সময় তারা বারবার সাহায্যের আবেদন করেছিলেন, কিন্তু তৎক্ষণাৎ সাড়া পাননি।

স্থানীয় জেলা প্রশাসক জানিয়েছেন, বৈরী আবহাওয়া ও কারিগরি জটিলতার কারণে উদ্ধারকাজ বিলম্বিত হয়েছে। হেলিকপ্টার বা পায়ে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন ছিল।

নেপালি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের একটি দল হিমালয়ের দোলমা খাং শৃঙ্গে আরোহণের প্রস্তুতি নিচ্ছিল। শৃঙ্গটির উচ্চতা ৬,৩৩২ মিটার। এর আগে তাদের ৫,৬৩০ মিটার উচ্চতার ইয়ালুংরি শৃঙ্গে আরোহণের পরিকল্পনা ছিল।

শুভ/সবা