চার দফা দাবিতে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের কর্মবিরতির অংশ হিসেবে কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়েও চলছে কর্মবিরতি। এতে স্থগিত রয়েছে বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী বড়ুয়া।
তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় নির্দেশনা এলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করা হবে। একই সঙ্গে তিনি বলেন, সরকার যদি দাবি মেনে নেয়, তাহলে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষকদের কর্মবিরতির কারণে বার্ষিক পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। তারা দ্রুত সমস্যার সমাধান চান।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা রয়েছে। তবে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতির কারণে পরীক্ষা বন্ধ রয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে যাতে পরীক্ষা পুনরায় শুরু করা যায়।
এমআর/সবা

























