১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরস্বতী পূজার দিনে পরীক্ষা স্থগিতের দাবি: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি

সরস্বতী পূজার দিনে ঘোষিত নিয়োগ পরীক্ষা বাতিল করে তারিখ পরিবর্তনের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত ২৩টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হবে। ফলে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে সমস্যা হবে।

চাকরিপ্রত্যাশীরা বলেন, সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। পরীক্ষার চাপের সঙ্গে সঙ্গে ধর্মীয় আচারের বাধ্যবাধকতা মানা কঠিন হবে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে পরীক্ষা আয়োজন করে, তবে তা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী এবং সংবিধানিক ধর্মীয় স্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করে।

ডাকসু জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক বলেন, “সরস্বতী পূজার দিনে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের জন্য অসুবিধার কারণ। আশা করি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করবে।”

চাকরিপ্রত্যাশীরা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ ব্যাংক তাদের যৌক্তিক দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সরস্বতী পূজার দিনে পরীক্ষা স্থগিতের দাবি: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি

আপডেট সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

সরস্বতী পূজার দিনে ঘোষিত নিয়োগ পরীক্ষা বাতিল করে তারিখ পরিবর্তনের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত ২৩টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হবে। ফলে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে সমস্যা হবে।

চাকরিপ্রত্যাশীরা বলেন, সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। পরীক্ষার চাপের সঙ্গে সঙ্গে ধর্মীয় আচারের বাধ্যবাধকতা মানা কঠিন হবে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে পরীক্ষা আয়োজন করে, তবে তা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী এবং সংবিধানিক ধর্মীয় স্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করে।

ডাকসু জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক বলেন, “সরস্বতী পূজার দিনে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের জন্য অসুবিধার কারণ। আশা করি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করবে।”

চাকরিপ্রত্যাশীরা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ ব্যাংক তাদের যৌক্তিক দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করবে।

শু/সবা