গোপালগঞ্জ জেলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বায়ুদূষণ রোধে এক বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী ফেলে রেখে পরিবেশ দূষণের দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব বাবলী শবনম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গোপালগঞ্জ জেলা আনসার ব্যাটেলিয়ন এবং পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি সমন্বিত টিম অংশগ্রহণ করে। শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে দেখা যায়, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও আবরণ ছাড়াই রাস্তার পাশে এবং উন্মুক্ত স্থানে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এর ফলে শুষ্ক মৌসুমে ধূলিকণা বাতাসে মিশে মারাত্বক বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
অভিযান চলাকালীন পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ অনুযায়ী বিভিন্ন অপরাধে মোট ১১,০০০/- (এগারো হাজার) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ।
কর্তৃপক্ষ জানায়, ধূলিকণা ও বায়ুদূষণ রোধে নির্মাণ সামগ্রী ঢেকে রাখা এবং নিয়মিত পানি ছিটানো বাধ্যতামূলক। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় গোপালগঞ্জ জেলায় এ ধরনের সচেতনতামূলক এবং শাস্তিমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
শু/সবা




















