গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে জিহাদ চাকলাদার (১৫) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জিহাদ চাকলাদার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের চাকলাদারপাড়ার আব্দুল মতিন চাকলাদারের ছেলে। সে বোয়ালী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানায়, গত শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সুপারি সংগ্রহের জন্য গাছে উঠলে অসাবধানতাবশত জিহাদ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন দিবাগত রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, “সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় জিহাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে তার মৃত্যু হয়।”
শু/সবা




















