০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সোনাগাজীর মুক্তিযোদ্ধা সন্তান যুবলীগ নেতাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়ন যুবলীগ নেতা ফখরুল ইসলাম(৪০) কে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ চেয়ারম্যানের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো চেয়ারম্যানের ছোট ভাই। তার মৃত্যুর
খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানাগেছে, ৫ আগস্টের পর থেকে ফখরুল রাজধানীর ডেমরায় বসবাস করেন। সেখানে ইলেকট্রিক ঠিকাদার হিসেবে কাজ করতেন তিনি। সর্বশেষ রোববার বিকালে বাড়িতে স্ত্রী-কন্যার সাথে কথা বলার পর থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

৮ ডিসেম্বর, সোমবার সকালে ডেমরা থানা পুলিশ তার মৃত্যুর খবরটি পরিবারকে জানায়।

পুলিশের বরাত দিতে তার স্ত্রী ও বড় ভাই জানান, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মুখ, বুক ও পিঠে মারাত্মক থেঁতলানো এবং রক্তাক্ত জখম করা হয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকারীরা তাকে গাছের ডালে ঝুলিয়ে রেখে যায়।

নিহতের ভাই ভুট্টো চেয়ারম্যান বলেন, সে রাজনীতিতে তেমন সক্রিয় ছিলনা। বাবা ও ভাই চেয়ারম্যান ছিলেন। দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাদের প্রতিপক্ষ পরিকল্পিতভাবে ফখরুলকে নৃশংসভাবে হত্যা করেছে। নিহতের স্ত্রী অন্তঃসত্ত্বা ও তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। এমন পাষন্ড হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবার। চরদরবেশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজির আহম্মদ বেলাল বলেন, শুধুমাত্র বীরমুক্তিযোদ্ধা সন্তান ও আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় ফখরুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

বীর মুক্তিযোদ্ধার সন্তান ফখরুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিটের সহ সভাপতি সাংবাদিক সাইফুল আলম হিরন বলেন, নৃশংস এ হত্যাকান্ডের ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনাগাজীর মুক্তিযোদ্ধা সন্তান যুবলীগ নেতাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০১:০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়ন যুবলীগ নেতা ফখরুল ইসলাম(৪০) কে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ চেয়ারম্যানের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো চেয়ারম্যানের ছোট ভাই। তার মৃত্যুর
খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানাগেছে, ৫ আগস্টের পর থেকে ফখরুল রাজধানীর ডেমরায় বসবাস করেন। সেখানে ইলেকট্রিক ঠিকাদার হিসেবে কাজ করতেন তিনি। সর্বশেষ রোববার বিকালে বাড়িতে স্ত্রী-কন্যার সাথে কথা বলার পর থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

৮ ডিসেম্বর, সোমবার সকালে ডেমরা থানা পুলিশ তার মৃত্যুর খবরটি পরিবারকে জানায়।

পুলিশের বরাত দিতে তার স্ত্রী ও বড় ভাই জানান, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মুখ, বুক ও পিঠে মারাত্মক থেঁতলানো এবং রক্তাক্ত জখম করা হয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকারীরা তাকে গাছের ডালে ঝুলিয়ে রেখে যায়।

নিহতের ভাই ভুট্টো চেয়ারম্যান বলেন, সে রাজনীতিতে তেমন সক্রিয় ছিলনা। বাবা ও ভাই চেয়ারম্যান ছিলেন। দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাদের প্রতিপক্ষ পরিকল্পিতভাবে ফখরুলকে নৃশংসভাবে হত্যা করেছে। নিহতের স্ত্রী অন্তঃসত্ত্বা ও তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। এমন পাষন্ড হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবার। চরদরবেশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজির আহম্মদ বেলাল বলেন, শুধুমাত্র বীরমুক্তিযোদ্ধা সন্তান ও আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় ফখরুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

বীর মুক্তিযোদ্ধার সন্তান ফখরুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিটের সহ সভাপতি সাংবাদিক সাইফুল আলম হিরন বলেন, নৃশংস এ হত্যাকান্ডের ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

এমআর/সবা