০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে গ‍্যাস ডিলার ও ব‍্যবসায়ীদের সাথে ডিসির মতবিনিময় 

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৩:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • 11

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারীর ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি)।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় নীলফামারী জেলা এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবিএম মনজুরুল আলম সিয়াম ও সদস্য সচিব মো. আক্তার হোসেন বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্য ও বিভিন্ন কোম্পানির নির্ধারিত মূল্যের মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে। এ বিষয়ে সমাধানের পাশাপাশি মোবাইল কোর্ট বন্ধের আহ্বান জানান তারা।

এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সদস্য ও ওমেরা গ্যাসের ডিলার বুলু জানান, বর্তমানে দেশে নিবন্ধিত ৩৪টি কোম্পানির মধ্যে মাত্র চার থেকে পাঁচটি কোম্পানি নিয়মিত গ্যাস সরবরাহ করছে। তবুও সংকটের মধ্যেও নীলফামারীতে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামছুল ইসলাম এবং কৃষি বিপণন কেন্দ্রের বাজার মনিটরিং কর্মকর্তা এরশাদ আলম খান।

সভায় জেলা প্রশাসক বলেন, এলপিজির ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃত্রিম সংকট রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

নীলফামারীতে গ‍্যাস ডিলার ও ব‍্যবসায়ীদের সাথে ডিসির মতবিনিময় 

আপডেট সময় : ০৩:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারীর ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি)।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় নীলফামারী জেলা এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবিএম মনজুরুল আলম সিয়াম ও সদস্য সচিব মো. আক্তার হোসেন বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্য ও বিভিন্ন কোম্পানির নির্ধারিত মূল্যের মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে। এ বিষয়ে সমাধানের পাশাপাশি মোবাইল কোর্ট বন্ধের আহ্বান জানান তারা।

এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সদস্য ও ওমেরা গ্যাসের ডিলার বুলু জানান, বর্তমানে দেশে নিবন্ধিত ৩৪টি কোম্পানির মধ্যে মাত্র চার থেকে পাঁচটি কোম্পানি নিয়মিত গ্যাস সরবরাহ করছে। তবুও সংকটের মধ্যেও নীলফামারীতে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামছুল ইসলাম এবং কৃষি বিপণন কেন্দ্রের বাজার মনিটরিং কর্মকর্তা এরশাদ আলম খান।

সভায় জেলা প্রশাসক বলেন, এলপিজির ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃত্রিম সংকট রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

শু/সবা