রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি ওষুধের দোকানের সাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকান থেকে বিপুল পরিমাণ ওষুধ লুট করে নিয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে বেচাকেনা শেষে মোজাহিদ ফার্মেসির মালিক মো. মোজাহিদ ইসলাম দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। তার দোকানটি তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলী এলাকায় অবস্থিত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দোকান খুলতে এসে তিনি সাটারের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন, ওষুধের র্যাকগুলো প্রায় ফাঁকা এবং কিছু ওষুধ মেঝেতে পড়ে রয়েছে।
দোকান মালিক মো. মোজাহিদ ইসলাম জানান, চোরেরা প্রায় ৫ লাখ টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা
























