০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু

নওগাঁর বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে কয়েকজন যাত্রীও গুরুতর আহত হয়েছেন। ২৪ ডিসেম্বর (বুধবার) বিকেল চারটার দিকে ওই সড়কে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান।
জানা যায়, দুর্ঘটনার সময় অটোরিকশায় কয়েকজন যাত্রী ছিলেন। চালক নিহত হওয়ার পাশাপাশি যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নিয়ামুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এমআর/সবা

 

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ফেসবুকে শুভেচ্ছা জানালেন সোহেল তাজ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

নওগাঁর বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে কয়েকজন যাত্রীও গুরুতর আহত হয়েছেন। ২৪ ডিসেম্বর (বুধবার) বিকেল চারটার দিকে ওই সড়কে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান।
জানা যায়, দুর্ঘটনার সময় অটোরিকশায় কয়েকজন যাত্রী ছিলেন। চালক নিহত হওয়ার পাশাপাশি যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নিয়ামুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এমআর/সবা