০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসু ভোটের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঠিক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দ্বিতীয় দফায় জরুরি সভা করে ভোটের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ঠিক করেছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন।

তিনি বলেন, আজ পুনরায় বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবেন।

এদিন, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম জকসুর ভোট হওয়ার কথা ছিল। এদিনই ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান।

এ খবরে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভা করে ভোট স্থগিত করে।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার মৃত্যুতে ১০৭তম সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ১০৮তম সিন্ডিকেট সভায় ভোটের জন্য ৬ জানুয়ারি দিন ঠিক করা হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আইসিবিতে শুরু হলো প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতের প্রদর্শনী

জকসু ভোটের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

আপডেট সময় : ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঠিক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দ্বিতীয় দফায় জরুরি সভা করে ভোটের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ঠিক করেছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন।

তিনি বলেন, আজ পুনরায় বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবেন।

এদিন, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম জকসুর ভোট হওয়ার কথা ছিল। এদিনই ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান।

এ খবরে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভা করে ভোট স্থগিত করে।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার মৃত্যুতে ১০৭তম সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ১০৮তম সিন্ডিকেট সভায় ভোটের জন্য ৬ জানুয়ারি দিন ঠিক করা হয়েছে।

এমআর/সবা