জয়পুরহাটের পাঁচবিবিতে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম. সামছুল আরেফিন চৌধুরী আবু।
মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক লালন। বিশেষ অতিথি ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার খাঁ, সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ, ঢাকা শ্যামলী টেক কেয়ার হাসপাতালের পরিচালক ওয়াহেদুজ্জামান (জনি), ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম আমু, ফয়সাল হোসেন, শফিকুল ইসলাম, একরামুল হক, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল ইসলাম মামুন, ক্রিকেট সংগঠক মনজুরুল ইসলাম এবং অন্যান্যরা।
টুর্ণামেন্টে আটাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশ নিয়েছে ডাক্তার বাড়ি ক্রিকেট ক্লাব ও মহীপুর ভাসানী স্মৃতি সংসদ। প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মহীপুর ভাসানী স্মৃতি সংসদ।
এর আগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয় এবং খেলোয়াড়রা কালো ব্যাচ পড়েন।
শু/সবা




















