ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কুমার নদের সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে ট্রাকচালকসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বরদা পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস রোববার সকাল ৮টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭) ও জাফর মিয়ার ছেলে মুবারক হোসেন।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, শনিবার রাতে যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে রওনা হয়। রাত ১টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ এলাকার বরদা পুরাতন সেতুর উপর এলে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সাথে সাথে উদ্ধার কাজ শুরু করেন।
তিনি আরও বলেন, রোববার ভোরে ক্রেন দিয়ে নদ থেকে ট্রাক উদ্ধারের সময় ট্রাকের চালক সোহেল শেখ ও তার সহযোগী মুবারক হোসেনের মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও মৃতদের দাফনের আর্থিক সহযোগিতা দেওয়ার কথা জানান।
এমআর/সবা
























