আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী হতে চাওয়া ছয়জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এতে আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরও রয়েছেন।
শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান ত্রিশাল আসনের নয়জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন।
মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন: বিএনপি’র ডা. মো. মাহবুবুর রহমান, খেলাফত মজলিসের মো. নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাত, মো. জয়নাল আবেদীন আলোচিত ভিক্ষুক প্রার্থী আবুল মুনসুর ফকির
ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মামলার তথ্য গোপন রাখা, ভোটার তালিকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
আবুল মুনসুর ফকির বলেন, “আমি গরিব, আমি ভিক্ষা করি। কিন্তু দেশের নাগরিক হিসেবে নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে। উকিলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল রায়হান বলেন, “নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে আইনগত ত্রুটি পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।”
শু/সবা






















