০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ১৫ বিজিবি-এর চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অভিযানের অংশ হিসেবে বালারহাট ও অনন্তপুর বিওপি পৃথক টহল চালায়।

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালাতারী এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন চোরাকারবারীরা মাদক ফেলে ভারতের দিকে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১২১ বোতল ফেন্সিডিল ও ১৪৮ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

রোববার ভোর ৪টা ১০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন ফুলবাড়ী থানার পশ্চিম রামখানা নাগরাজ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এক চোরাকারবারী পালিয়ে গেলে ৯৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

মোট উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ ১২১ বোতল ফেন্সিডিল ও ২৪৪ বোতল ইস্কাপ সিরাপ, যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৬ হাজার টাকা। চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় পূর্ণ গোপন রাখা হবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও ইস্কাপ সিরাপ জব্দ

আপডেট সময় : ০৫:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

লালমনিরহাট ১৫ বিজিবি-এর চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অভিযানের অংশ হিসেবে বালারহাট ও অনন্তপুর বিওপি পৃথক টহল চালায়।

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালাতারী এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন চোরাকারবারীরা মাদক ফেলে ভারতের দিকে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১২১ বোতল ফেন্সিডিল ও ১৪৮ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

রোববার ভোর ৪টা ১০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন ফুলবাড়ী থানার পশ্চিম রামখানা নাগরাজ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এক চোরাকারবারী পালিয়ে গেলে ৯৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

মোট উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ ১২১ বোতল ফেন্সিডিল ও ২৪৪ বোতল ইস্কাপ সিরাপ, যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৬ হাজার টাকা। চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় পূর্ণ গোপন রাখা হবে।

শু/সবা