বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব নেই, কিন্তু সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো ‘বিশ্বমানের’ ক্রিকেটার এবং লড়াকু মানসিকতার অভাব এখন বড় সমস্যা, এমনটাই মনে করেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী।
তবে হতাশার মাঝেও তিনি আশার আলো দেখছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের মাঝে। মঈনের বিশ্বাস, রিশাদই হতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী বড় বিজ্ঞাপন।
বিপিএলের ব্যস্ততার ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মঈন আলী বাংলাদেশের ক্রিকেটের বর্তমান ও অতীতের ব্যবচ্ছেদ করেন।
সাকিব-তামিমদের সোনালী সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘সাকিব-তামিমরা শুধু দক্ষতায় নয়, মানসিক শক্তিতেও আলাদা উচ্চতায় ছিলেন। এখন বাংলাদেশে অনেক ভালো ক্রিকেটার থাকলেও সেই মানের বিশ্বসেরা খেলোয়াড় নেই। মোস্তাফিজ বিশ্বমানের, কিন্তু সেও তো সেই পুরোনো আমলেরই প্রতিনিধি।’
মঈনের মতে, বর্তমান দলে লিটন দাস বা তানজিদ তামিমদের মতো প্রতিভাবান খেলোয়াড় থাকলেও চাপের মুখে বুক চিতিয়ে লড়াই করার যে ‘ক্যারেক্টার’ সাকিব-তামিমদের ছিল, তার অভাব স্পষ্ট।
তবে রিশাদ হোসেনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মঈন। বিপিএল ছেড়ে রিশাদের বিগ ব্যাশে খেলতে যাওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘রিশাদের বিগ ব্যাশে যাওয়ার সিদ্ধান্ত একদম সঠিক। ওখানে খেলে সে যা শিখবে, তা তাকে ভবিষ্যতে বাংলাদেশের বড় তারকা বানাবে। লেগ স্পিনার হিসেবে সে তরুণ এবং অত্যন্ত প্রতিভাবান।
বিপিএল মিস করাটা ব্যক্তিগতভাবে দুঃখজনক হলেও বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য এটি আশীর্বাদ।’
উল্লেখ্য, বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাশ খেলতে যাওয়া রিশাদ হোবার্ট হারিকেন্সের হয়ে বল হাতে রীতিমতো দাপট দেখাচ্ছেন। ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি এখন দলের অন্যতম সফল বোলার। রিশাদের এই পারফরম্যান্স আর বড় মঞ্চে খেলার সাহসই তাকে সাকিব-তামিমদের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে মনে করেন মঈন আলী।
এমআর/সবা


























