১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন জাপার তিন সাবেক ইউপি চেয়ারম্যান

বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীতে জাতীয় পার্টির (জাপা) তিনজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (১১ জানুয়ারি) রাত ৯টায় নীলফামারী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন দলের নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদানকারীরা হলেন— জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী, খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসফাউদৌলা সিদ্দিকী খোকন এবং চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া।

যোগদানকালে তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে সুযোগ পাওয়ায় তারা বিএনপিতে যোগ দিয়েছেন। যতদিন বেঁচে থাকবেন, ততদিন বিএনপির সঙ্গেই থাকবেন বলেও অঙ্গীকার করেন তারা। আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করার কথাও জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, একজন এমপি পুরো এলাকার প্রতিনিধি হন, কোনো নির্দিষ্ট দলের নন। দলীয় সংকীর্ণতা পরিহার করে উদার রাজনীতির চর্চার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উদার রাজনীতির প্রতীক। তিনি নিজ দলের পাশাপাশি অন্য দলের নেতাকর্মীদের কাছ থেকেও সম্মান পেয়েছেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন জাপার তিন সাবেক ইউপি চেয়ারম্যান

আপডেট সময় : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীতে জাতীয় পার্টির (জাপা) তিনজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (১১ জানুয়ারি) রাত ৯টায় নীলফামারী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন দলের নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদানকারীরা হলেন— জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী, খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসফাউদৌলা সিদ্দিকী খোকন এবং চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া।

যোগদানকালে তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে সুযোগ পাওয়ায় তারা বিএনপিতে যোগ দিয়েছেন। যতদিন বেঁচে থাকবেন, ততদিন বিএনপির সঙ্গেই থাকবেন বলেও অঙ্গীকার করেন তারা। আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করার কথাও জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, একজন এমপি পুরো এলাকার প্রতিনিধি হন, কোনো নির্দিষ্ট দলের নন। দলীয় সংকীর্ণতা পরিহার করে উদার রাজনীতির চর্চার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উদার রাজনীতির প্রতীক। তিনি নিজ দলের পাশাপাশি অন্য দলের নেতাকর্মীদের কাছ থেকেও সম্মান পেয়েছেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শু/সবা