১২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজও সায়েন্সল্যাব-টেকনিক্যাল মোড় অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজও রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে তারা এসব সড়ক অবরোধ করেন।

মিছিলে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। তবে এখনো কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে এ অবরোধে নেমেছেন।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ফারুক হাসান বলেন, আমাদের একটাই দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। আর কোনো সময় দিতে চাই না।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর সড়ক ও আশপাশের অন্যান্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। গাড়ি না পেয়ে তারা হেঁটে গন্তব্যে যাচ্ছে।

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আটকে পড়া এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যার যেখানে ইচ্ছা সেখানেই রাস্তা বন্ধ করছে। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। দেখার যেন কেউ নেই।’

গতকাল বুধবারও একই দাবিতে ওই কলেজগুলোর শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এছাড়া স্বল্প সময়ের জন্য মহাখালীতেও সড়ক অবরোধ করেন তারা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আজ শেষ হচ্ছে আপিল শুনানি, কাল প্রার্থিতা প্রত্যাহার

আজও সায়েন্সল্যাব-টেকনিক্যাল মোড় অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজও রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে তারা এসব সড়ক অবরোধ করেন।

মিছিলে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। তবে এখনো কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে এ অবরোধে নেমেছেন।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ফারুক হাসান বলেন, আমাদের একটাই দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। আর কোনো সময় দিতে চাই না।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর সড়ক ও আশপাশের অন্যান্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। গাড়ি না পেয়ে তারা হেঁটে গন্তব্যে যাচ্ছে।

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আটকে পড়া এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যার যেখানে ইচ্ছা সেখানেই রাস্তা বন্ধ করছে। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। দেখার যেন কেউ নেই।’

গতকাল বুধবারও একই দাবিতে ওই কলেজগুলোর শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এছাড়া স্বল্প সময়ের জন্য মহাখালীতেও সড়ক অবরোধ করেন তারা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এমআর/সবা