আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন প্রবীণ রাজনীতিক ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার (১৭ জানুয়ারি) দেশটির নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে। এর মাধ্যমে ৮১ বছর বয়সী মুসেভেনি সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রায় পাঁচ দশকের শাসন আরও দীর্ঘায়িত করলেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, মুসেভেনি মোট ভোটের প্রায় ৭২ শতাংশ পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, পপসংগীতশিল্পী থেকে রাজনীতিক হওয়া ববি ওয়াইন পেয়েছেন ২৪ শতাংশ ভোট।
সহিংসতা ও জালিয়াতির অভিযোগের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়। ববি ওয়াইন ফলাফল প্রত্যাখ্যান করে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন। নির্বাচন চলাকালে সরকার ‘ভুল তথ্য’ ঠেকানোর কথা বলে ইন্টারনেট বন্ধ রাখে। ফল ঘোষণার পর ওয়াইন জানান, তার বাড়িতে সেনা ও পুলিশ অভিযান চালিয়েছে এবং গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে আছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর মধ্য উগান্ডায় সহিংসতায় অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিরোধী পক্ষ দাবি করেছে, নিহতের সংখ্যা আরও বেশি।
১৯৮৬ সালে ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধনের মাধ্যমে মেয়াদ ও বয়সসীমা তুলে দিয়ে মুসেভেনি দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছেন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা থাকলেও আঞ্চলিক নিরাপত্তা ও শরণার্থী আশ্রয়ের কারণে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে তিনি প্রশংসাও পেয়েছেন।
বিশ্লেষকদের মতে, এবারের জয় মুসেভেনির রাজনৈতিক অবস্থান আরও শক্ত করবে এবং তার উত্তরসূরি—বিশেষ করে ছেলে ও সেনাপ্রধান মুওজি কাইনেরুগাবাকে ঘিরে জল্পনা আরও বাড়াবে।
শু/সবা
























