০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদুরো গ্রেপ্তার অভিযানের আগেই ক্যাবেলোর সঙ্গে গোপন যোগাযোগে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের কয়েক মাস আগেই দেশটির প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর সঙ্গে গোপন যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

শনিবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চারটি সূত্রের বরাতে জানা গেছে— ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ক্যাবেলোকে সতর্ক করেছিলেন, যেন তিনি তার নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী বা সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করে ভেনেজুয়েলার বিরোধীদের বিরুদ্ধে সহিংসতা না চালান।

ক্যাবেলোর অধীনে রয়েছে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাঠামো, যা জানুয়ারি ৩ তারিখের মার্কিন অভিযানের পরও কার্যত অক্ষত রয়েছে। যদিও মাদুরোর বিরুদ্ধে আনা মার্কিন মাদক পাচারের মামলায় ক্যাবেলোর নাম রয়েছে, তবে অভিযানের সময় তাকে আটক করা হয়নি।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ক্যাবেলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও মামলার বিষয়ও উঠে আসে। মাদুরো অপসারণের আগে শুরু হওয়া এই যোগাযোগ তার ক্ষমতাচ্যুতির পরও চলমান রয়েছে।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় অস্থিরতা এড়াতে এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের অবস্থান শক্ত রাখতে ক্যাবেলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। যদিও তার দমনমূলক অতীত ও ক্ষমতার প্রভাবের কারণে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে ঝুঁকিও তৈরি করতে পারেন বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস ও ভেনেজুয়েলা সরকারের কাছে অনুরোধ জানানো হলেও তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

আপিল শুনানির অষ্টম দিনে ৪৫ আবেদন মঞ্জুর করল ইসি

মাদুরো গ্রেপ্তার অভিযানের আগেই ক্যাবেলোর সঙ্গে গোপন যোগাযোগে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৯:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের কয়েক মাস আগেই দেশটির প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর সঙ্গে গোপন যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

শনিবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চারটি সূত্রের বরাতে জানা গেছে— ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ক্যাবেলোকে সতর্ক করেছিলেন, যেন তিনি তার নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী বা সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করে ভেনেজুয়েলার বিরোধীদের বিরুদ্ধে সহিংসতা না চালান।

ক্যাবেলোর অধীনে রয়েছে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাঠামো, যা জানুয়ারি ৩ তারিখের মার্কিন অভিযানের পরও কার্যত অক্ষত রয়েছে। যদিও মাদুরোর বিরুদ্ধে আনা মার্কিন মাদক পাচারের মামলায় ক্যাবেলোর নাম রয়েছে, তবে অভিযানের সময় তাকে আটক করা হয়নি।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ক্যাবেলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও মামলার বিষয়ও উঠে আসে। মাদুরো অপসারণের আগে শুরু হওয়া এই যোগাযোগ তার ক্ষমতাচ্যুতির পরও চলমান রয়েছে।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় অস্থিরতা এড়াতে এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের অবস্থান শক্ত রাখতে ক্যাবেলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। যদিও তার দমনমূলক অতীত ও ক্ষমতার প্রভাবের কারণে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে ঝুঁকিও তৈরি করতে পারেন বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস ও ভেনেজুয়েলা সরকারের কাছে অনুরোধ জানানো হলেও তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

শু/সবা