১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পাঠদান ব্যাহত

বদলগাছীতে ১৩৩ সরকারি প্রা. বিদ্যালয়ের ৭৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য

নওগাঁর বদলগাছী উপজেলার ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি সিনিয়র সহকারী শিক্ষকদের পদোন্নতি না হওয়ায় বিদ্যালয় পরিচালনায় নানা সমস্যা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষক ও এলাকাবাসীরা জানিয়েছেন।

ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক তছলিমা খাতুন জানান, প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে। একই অভিযোগ করেন স্থানীয় অভিভাবকরাও।

উপজেলা শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়ে বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। তবে সরকারি নিয়োগ ও পদোন্নতি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— গোরশাহী, দাউদপুরহাট, তেজাপাড়া, চাকরাইল, জাইজাতা, গাবনা, জিলাহার, ভুবন, মথুরাপুর, ফয়জাবাদ, কাঠগড়া, হাটশাপিলা, কদমগাছী, চাকলা, বামনপাড়া, পাহাড়পুর-১, মিঠাপুর, খাদাইল, গন্ধবপুর, তাজপুর পাচঘরিয়া, কান্দা ভেরেন্ডি, রুকুনপুর, ইসমাইলপুর, ভান্ডারপুর, ভোলার পালশা, তেঘরিয়া, বিলাশবাড়ী, কটকবাড়ী, শ্রীরামপুর, জেলাপাড়া, দুধকুরী, এনায়েতপুর চকাবির, গোপালপুর, আধাইপুর, বেগুনজোয়ার, বৈকুণ্ঠপুর, বিশনপুর, পাটনঘাটা, আরচা, ভরট্র, প্রধানকুন্ডি, গন্ধবপুর ভেরেন্ডি, রানাহার, মালঞ্চা, বারাতৈল, পাড়োরা, সোহাসা সূর্যমুখী, আবাদপুর, ইন্দ্রশগুনা, কাশিমালা, লক্ষীকোল আদিবাসী, জগৎনগর কলকুঠি, রামশাপুর, সত্যপাড়া, চাপাডাল আদর্শ, চাংলা, পয়নাড়ী, কোলারপালশা পূর্ব, উদ্রাসন, কোমারপুর, উত্তররামপুর, চকনরসিং, উত্তররাজপুর, খোকশাবারী, নিহনপুর, ছোট কাবলা, উত্তর সাদিশপুর, চমচমপুর, তেতুলিয়া, উত্তর মালঞ্চা ও রানাহার, শহরপুর, চকবোয়ালী এবং নালুকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার কারণ জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার এটিকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, সরকারি পর্যায়ে বর্তমানে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম বন্ধ রয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

পাঠদান ব্যাহত

বদলগাছীতে ১৩৩ সরকারি প্রা. বিদ্যালয়ের ৭৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য

আপডেট সময় : ০৪:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি সিনিয়র সহকারী শিক্ষকদের পদোন্নতি না হওয়ায় বিদ্যালয় পরিচালনায় নানা সমস্যা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষক ও এলাকাবাসীরা জানিয়েছেন।

ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক তছলিমা খাতুন জানান, প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে। একই অভিযোগ করেন স্থানীয় অভিভাবকরাও।

উপজেলা শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়ে বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। তবে সরকারি নিয়োগ ও পদোন্নতি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— গোরশাহী, দাউদপুরহাট, তেজাপাড়া, চাকরাইল, জাইজাতা, গাবনা, জিলাহার, ভুবন, মথুরাপুর, ফয়জাবাদ, কাঠগড়া, হাটশাপিলা, কদমগাছী, চাকলা, বামনপাড়া, পাহাড়পুর-১, মিঠাপুর, খাদাইল, গন্ধবপুর, তাজপুর পাচঘরিয়া, কান্দা ভেরেন্ডি, রুকুনপুর, ইসমাইলপুর, ভান্ডারপুর, ভোলার পালশা, তেঘরিয়া, বিলাশবাড়ী, কটকবাড়ী, শ্রীরামপুর, জেলাপাড়া, দুধকুরী, এনায়েতপুর চকাবির, গোপালপুর, আধাইপুর, বেগুনজোয়ার, বৈকুণ্ঠপুর, বিশনপুর, পাটনঘাটা, আরচা, ভরট্র, প্রধানকুন্ডি, গন্ধবপুর ভেরেন্ডি, রানাহার, মালঞ্চা, বারাতৈল, পাড়োরা, সোহাসা সূর্যমুখী, আবাদপুর, ইন্দ্রশগুনা, কাশিমালা, লক্ষীকোল আদিবাসী, জগৎনগর কলকুঠি, রামশাপুর, সত্যপাড়া, চাপাডাল আদর্শ, চাংলা, পয়নাড়ী, কোলারপালশা পূর্ব, উদ্রাসন, কোমারপুর, উত্তররামপুর, চকনরসিং, উত্তররাজপুর, খোকশাবারী, নিহনপুর, ছোট কাবলা, উত্তর সাদিশপুর, চমচমপুর, তেতুলিয়া, উত্তর মালঞ্চা ও রানাহার, শহরপুর, চকবোয়ালী এবং নালুকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার কারণ জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার এটিকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, সরকারি পর্যায়ে বর্তমানে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম বন্ধ রয়েছে।

এমআর/সবা