দৈনিক সবুজ বাংলায় সংবাদ প্রকাশের পর নতুন ঘর নির্মাণের টিন ও শীত নিবারনের জন্য কম্বল পেলেন সেই সেই সাজেদা খাতুন।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা দেশীগ্রাম ইউনিয়নে টাগড়া গ্রামে “কনকনে শীতে এক কম্বলে রাত কাটে সাজেদা খাতুনের, রাতভর বসে থাকেন ঘড়ের কোনে” গত ১৬ জানুয়ারী দৈনিক সবুজ বাংলায় শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, ওই সাজেদা খাতুনের বাড়িটি পরিদর্শন করে তার। সে সময় তাদেরসহ অসহায় মানুষদের মাঝে শীতের কম্বল বিতারন করেন।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, সাজেদা খাতুন কে নিয়ে প্রকাশিত খবরটি নজরে আসলে বসবাসের উপযুক্ত টিনের ঘর করার জন্য টিন ও নগত কিছু টাকা দেওয়া হয়েছে। এ ছাড়াও সাজেদা খাতুন যেন সরকারি সব সুযোগ সুবিধা ঠিকমত পায় তা নিশ্চিত করা হয়েছে।
শু/সবা























