দীর্ঘদিনের জটিলতা ও আন্দোলনের পর রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজকে একীভূত করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-র চূড়ান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
রবিবার(২৫জানুয়ারি) বেলা ১১.৩০টায় অনন্দ মিছিলিটি কলেজের শহীদ মিনার সামনে থেকে শুরু হয়ে মহাখালী ওয়ারলেস গেট
প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস প্রধান ফটকের সামনে এসে শেষ
এ সময় শিক্ষার্থীরা বলেন, অবশেষে বহু বাধা-বিপত্তি অতিক্রম করে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের বিজয় হয়েছে এবং দালালরা পরাজিত হয়েছে। অধ্যাদেশ পেয়ে আমরা সবাই খুব আনন্দিত।
শিক্ষার্থীরা আরও বলেন,
রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যেন দ্রুত ভিসি নিয়োগসহ সব ধরনের প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়।
আনন্দ মিছিল শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।
শু/সবা
























