০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে শিবির ও ছাত্রদলের মুখোমুখি সংবাদ সম্মেলন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ও রেজিস্ট্রার প্রফেসর ড. হারুন অর রশীদকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রশিবির উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তোলে। তাদের দাবি, উপাচার্যের মদদে শিক্ষার্থীদের প্রত্যাশিত ব্রাকসু নির্বাচন পরিকল্পিতভাবে বিলম্বিত ও বানচাল করা হয়েছে। এছাড়া গুচ্ছসহ বিভিন্ন ভর্তি পরীক্ষার আয় যথাযথভাবে বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা না দেওয়ার অভিযোগও করা হয়।

শিবির আরও অভিযোগ করে, জুলাই আন্দোলনে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাতজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে উপাচার্য তৎপর রয়েছেন।

ছাত্র শিবির

এর পাল্টা হিসেবে দুপুর ১২টায় একই স্থানে সংবাদ সম্মেলনে ছাত্রদল রেজিস্ট্রার ড. হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগ তুলে উপাচার্যের পক্ষে অবস্থান নেয়। ছাত্রদলের দাবি, রেজিস্ট্রার অবৈধভাবে দায়িত্ব পালন করছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপাচার্যের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। ব্রাকসু নির্বাচনের ভোটার তালিকা ও মামলার ক্ষেত্রেও তিনি অসহযোগিতা করছেন বলে অভিযোগ করা হয়।

ছাত্রদল

অভিযোগের বিষয়ে রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, ভোটার তালিকা রেজিস্ট্রার দপ্তরের এখতিয়ারভুক্ত নয় এবং মামলাগুলো তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই দায়ের করা হয়েছে। অন্যদিকে উপাচার্য ড. শওকাত আলী নিয়োগ সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগের বিধি নির্ধারণ করে ইউজিসি এবং ব্রাকসু নির্বাচন না চাওয়ার অভিযোগও সঠিক নয়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে শিবির ও ছাত্রদলের মুখোমুখি সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ও রেজিস্ট্রার প্রফেসর ড. হারুন অর রশীদকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রশিবির উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তোলে। তাদের দাবি, উপাচার্যের মদদে শিক্ষার্থীদের প্রত্যাশিত ব্রাকসু নির্বাচন পরিকল্পিতভাবে বিলম্বিত ও বানচাল করা হয়েছে। এছাড়া গুচ্ছসহ বিভিন্ন ভর্তি পরীক্ষার আয় যথাযথভাবে বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা না দেওয়ার অভিযোগও করা হয়।

শিবির আরও অভিযোগ করে, জুলাই আন্দোলনে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাতজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে উপাচার্য তৎপর রয়েছেন।

ছাত্র শিবির

এর পাল্টা হিসেবে দুপুর ১২টায় একই স্থানে সংবাদ সম্মেলনে ছাত্রদল রেজিস্ট্রার ড. হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগ তুলে উপাচার্যের পক্ষে অবস্থান নেয়। ছাত্রদলের দাবি, রেজিস্ট্রার অবৈধভাবে দায়িত্ব পালন করছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপাচার্যের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। ব্রাকসু নির্বাচনের ভোটার তালিকা ও মামলার ক্ষেত্রেও তিনি অসহযোগিতা করছেন বলে অভিযোগ করা হয়।

ছাত্রদল

অভিযোগের বিষয়ে রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, ভোটার তালিকা রেজিস্ট্রার দপ্তরের এখতিয়ারভুক্ত নয় এবং মামলাগুলো তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই দায়ের করা হয়েছে। অন্যদিকে উপাচার্য ড. শওকাত আলী নিয়োগ সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগের বিধি নির্ধারণ করে ইউজিসি এবং ব্রাকসু নির্বাচন না চাওয়ার অভিযোগও সঠিক নয়।

শু/সবা