০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ও নবীনবরণ। ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলারমাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় অনেক পুরোনো বিশ্ববিদ্যালয় না হলেও সমাজে এর একটা অবস্থান তৈরি হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমাদের গর্ব হওয়া উচিত। যারা জুলাইয়ের আন্দোলনে একটা বিশাল ভূমিকা রেখেছে, তোমরা তাদেরই একটা অংশ। তোমরা সমাজ পরিবর্তনের সবচেয়ে সুন্দর উদাহরণটা তৈরি করেছ। আর তা হচ্ছে, শুঁয়োপোকার প্রজাপতি হয়ে ওঠার উদাহরণ। প্রজাপতি যেমন প্রজাপতি হওয়ার আগে গুঁয়োপোকা হিসেবে থাকে, উড়তে পারেনা। তেমনি আমরাও শুঁয়োপোকার মত ছিলাম উড়তে পারতাম না। তোমাদের কারনেই আজ আমরা শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে উঠতে পেরেছি। এজন্য তোমাদের অভিনন্দন।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় হলো সে স্থান যেখানে তোমাদের মন ও মানসিকতা বিকশিত হবে। এখানেই তোমাদের প্রত্যাশাগুলোর বিকাশ ঘটবে। পাশাপাশি তোমাদের এটাও মনে রাখতে হবে যে, তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ, পুরো জাতি। তোমাদেরকে সেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে যারা ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য তৈরি করবে। পাশাপাশি তোমাদের আর একটা কথা মনে রাখতে হবে, এ বয়সটা হচ্ছে ছিটকে পরাড়ও বয়স। এবিষয়টায় তোমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সকল পজিটিভ বিষয়ে সর্বোচ্চ সিরিয়াস থাকতে হবে।
ওরিয়েন্টশন ও নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোস্ত মুহসিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল। আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেরাজ হোসেন চিশতি এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী উম্মে হাফসা।
নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবেকুন্নাহার নিপা এবং প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোঃ শাহাদাৎ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ও নবীনবরণ উপলক্ষে বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ও নবীনবরণ। ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলারমাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় অনেক পুরোনো বিশ্ববিদ্যালয় না হলেও সমাজে এর একটা অবস্থান তৈরি হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমাদের গর্ব হওয়া উচিত। যারা জুলাইয়ের আন্দোলনে একটা বিশাল ভূমিকা রেখেছে, তোমরা তাদেরই একটা অংশ। তোমরা সমাজ পরিবর্তনের সবচেয়ে সুন্দর উদাহরণটা তৈরি করেছ। আর তা হচ্ছে, শুঁয়োপোকার প্রজাপতি হয়ে ওঠার উদাহরণ। প্রজাপতি যেমন প্রজাপতি হওয়ার আগে গুঁয়োপোকা হিসেবে থাকে, উড়তে পারেনা। তেমনি আমরাও শুঁয়োপোকার মত ছিলাম উড়তে পারতাম না। তোমাদের কারনেই আজ আমরা শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে উঠতে পেরেছি। এজন্য তোমাদের অভিনন্দন।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় হলো সে স্থান যেখানে তোমাদের মন ও মানসিকতা বিকশিত হবে। এখানেই তোমাদের প্রত্যাশাগুলোর বিকাশ ঘটবে। পাশাপাশি তোমাদের এটাও মনে রাখতে হবে যে, তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ, পুরো জাতি। তোমাদেরকে সেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে যারা ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য তৈরি করবে। পাশাপাশি তোমাদের আর একটা কথা মনে রাখতে হবে, এ বয়সটা হচ্ছে ছিটকে পরাড়ও বয়স। এবিষয়টায় তোমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সকল পজিটিভ বিষয়ে সর্বোচ্চ সিরিয়াস থাকতে হবে।
ওরিয়েন্টশন ও নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোস্ত মুহসিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল। আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেরাজ হোসেন চিশতি এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী উম্মে হাফসা।
নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবেকুন্নাহার নিপা এবং প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোঃ শাহাদাৎ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ও নবীনবরণ উপলক্ষে বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
শু/সবা