১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১

চলতি বছরের ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মেগা ইভেন্টের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। বিশ্বকাপ শুরুর আগেই প্রশ্নের মুখে পড়লো মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা। দেশটিতে ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকধারী হামলা চালায়। হামলার জেরে ১১ জনের প্রাণহানি হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ১২।

ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটো প্রদেশে। স্থানীয় প্রশাসন জানায়, সালামানাকা শহরে স্থানীয় এক ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। বন্দুকধারীর হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান। একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বাকি আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারা এই ঘটনা চালিয়েছে, তা এখনও জানানো হয়নি।

মেক্সিকোর গুরুত্বপূর্ণ এলাকা এই গুয়ানাজুয়াটো। অনেক কারখানা আছে এখানে। তবে মেক্সিকোর বিপজ্জনক এলাকার তালিকায় এই রাজ্য শীর্ষে থাকবে। সমাজবিরোধীদের একাধিক গ্রুপ গড়ে উঠেছে এখানে। বহুবার তাদের কুখ্যাত ঘটনার জন্য শিরোনামে উঠে আসে এই রাজ্য।

সালামানাকার মেয়র প্রিয়েতো জানান, সাম্প্রতিক সময়ে সালামানকা শহরে সহিংস অপরাধের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের সহযোগিতা কামনা করেন। বিবৃতিতে বলেন, ‘অপরাধী গোষ্ঠীগুলো সরকারি কর্তৃপক্ষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নিতে চাইছে। এটি দুঃখজনক হলেও তারা কখনোই সফল হবে না।’

১১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তার আগে আয়োজক দেশে এমন ঘটনায় উদ্বেগে স্থানীয় প্রশাসন। চলতি মাসেই মেক্সিকোর এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছে উদ্ধার হয়েছিল মানুষের দেহাংশ। অ্যাকরন স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে।

এছাড়া অ্যারোয়ো হন্ডো, লাস আগুজাস এবং লোমাস দেল রিফিউজো এলাকা থেকেও উদ্ধার হয়েছিল ৪৫৬ ব্যাগ দেহাংশ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১

আপডেট সময় : ০৯:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

চলতি বছরের ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মেগা ইভেন্টের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। বিশ্বকাপ শুরুর আগেই প্রশ্নের মুখে পড়লো মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা। দেশটিতে ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকধারী হামলা চালায়। হামলার জেরে ১১ জনের প্রাণহানি হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ১২।

ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটো প্রদেশে। স্থানীয় প্রশাসন জানায়, সালামানাকা শহরে স্থানীয় এক ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। বন্দুকধারীর হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান। একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বাকি আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারা এই ঘটনা চালিয়েছে, তা এখনও জানানো হয়নি।

মেক্সিকোর গুরুত্বপূর্ণ এলাকা এই গুয়ানাজুয়াটো। অনেক কারখানা আছে এখানে। তবে মেক্সিকোর বিপজ্জনক এলাকার তালিকায় এই রাজ্য শীর্ষে থাকবে। সমাজবিরোধীদের একাধিক গ্রুপ গড়ে উঠেছে এখানে। বহুবার তাদের কুখ্যাত ঘটনার জন্য শিরোনামে উঠে আসে এই রাজ্য।

সালামানাকার মেয়র প্রিয়েতো জানান, সাম্প্রতিক সময়ে সালামানকা শহরে সহিংস অপরাধের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের সহযোগিতা কামনা করেন। বিবৃতিতে বলেন, ‘অপরাধী গোষ্ঠীগুলো সরকারি কর্তৃপক্ষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নিতে চাইছে। এটি দুঃখজনক হলেও তারা কখনোই সফল হবে না।’

১১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তার আগে আয়োজক দেশে এমন ঘটনায় উদ্বেগে স্থানীয় প্রশাসন। চলতি মাসেই মেক্সিকোর এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছে উদ্ধার হয়েছিল মানুষের দেহাংশ। অ্যাকরন স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে।

এছাড়া অ্যারোয়ো হন্ডো, লাস আগুজাস এবং লোমাস দেল রিফিউজো এলাকা থেকেও উদ্ধার হয়েছিল ৪৫৬ ব্যাগ দেহাংশ।

এমআর/সবা