বিএনপি রাষ্ট্র পরিচালনায় থাকার সময় দেশে দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে বলে দাবি করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে ‘দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন’ হিসেবে প্রচার করছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
মাহদী আমিনের দাবি, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার সময় দুর্নীতির স্কোর ছিল ০.৪, যা ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার সময় বেড়ে ২-এ উন্নীত হয়। তিনি বলেন, বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতি ও সুশাসনের উদ্যোগে পরিস্থিতির উন্নতি ঘটে।
তিনি আরও বলেন, দুর্নীতি দমনে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনকারী দলের বিরুদ্ধে অপবাদ দেওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এ সময় জামায়াতে ইসলামীকে সমালোচনা করে তিনি বলেন, তারা সরকারে শরিক থাকাকালে দুর্নীতি নিয়ে কোনো কথা বলেনি, অথচ এখন ভিন্ন অবস্থান নিচ্ছে।
এছাড়া ভোটারদের এনআইডি সংগ্রহ বিষয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন মাহদী আমিন।
শু/সবা

























