ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩১অক্টোবর) বিকালে ঝিনাইদহ পুরাতন ডিসিকোর্ট চত্ত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের পোস্ট অফিসের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বলিষ্ঠ উত্তরাধিকারী জনগণের অধিকার ও সমাজ পরিবর্তনের সংগ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ঝিনাইদহ জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক শামীম আকতার বাবু, সহ-সভাপতি শরাফত ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, দপ্তর সম্পাদক শাহানুর আলম, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, মহেশপুর উপজেলা জাসদের সভাপতি আব্দুল জলিল মিয়া, কোটচাঁদপুর উপজেলা জাসদের সভাপতি জহুরুল ইসলাম পান্নু, যুবজোট ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক আশানুর রহমান ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক বিদুৎ হোসেনসহ জেলা জাসদ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন দিতে হবে। বাজার সিন্ডিকেট বন্ধ করে নিত্যপণ্যের দাম কমানোসহ ২৮ অক্টোবর বিএনপি জামাত কর্তৃক শান্তিপূর্ণ সমাবেশের নামে প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর, পুলিশ হত্যা সাংবাদিক নির্যাতন ও রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে হামলাকারী ও আগুন সন্ত্রাসকারীদরে গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন। এছাড়াও সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাজনৈতিক সামাজিক শক্তি ও ১৪দলের ঐক্য আরো বেগবান করে সকল অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান।























