০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ১০:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • 225

করো সবে চেষ্টা”
মোঃ শাহ্ জামান চিশতী


দুর্নীতি দুর্নীতি দুর্নীতিতে ভরে গেছে গোটা দেশটা।
সুদ ঘুষ দুর্নীতিকে তাড়াতে কর সবে চেষ্টা।
না হয় দেশ জাতি যাবে রসাতলে কাঁদবে সবার মনটা।
পশুর স্বভাব নিয়েছে মানুষ অশান্তিতে যায় রাত দিনটা।
আজাব গজবে ভোগে মানুষ
গজব দিয়েছে স্রষ্টা।
সত্য পথ ছেড়ে মানুষ বেছে নিয়েছে শয়তানের পথটা।
শয়তান মানুষের চির শত্রু
মিথ্যা নয় কথাটা।
সময় থাকতে শয়তানের পথ ছাড়ো ভালো হবে জীবনটা।
সুখ শান্তিতে কাটবে জীবন ভালো হবে মরণটা।
মরণ যাহার ভালো হয় ভালো তার পরপারের জীবনটা।
আল্লাহ পাক খুশি হয়ে দিয়ে দিবেন জান্নাতটা।

কাঠালিয়া,ঝালকাঠি।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

কবিতা

আপডেট সময় : ১০:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

করো সবে চেষ্টা”
মোঃ শাহ্ জামান চিশতী


দুর্নীতি দুর্নীতি দুর্নীতিতে ভরে গেছে গোটা দেশটা।
সুদ ঘুষ দুর্নীতিকে তাড়াতে কর সবে চেষ্টা।
না হয় দেশ জাতি যাবে রসাতলে কাঁদবে সবার মনটা।
পশুর স্বভাব নিয়েছে মানুষ অশান্তিতে যায় রাত দিনটা।
আজাব গজবে ভোগে মানুষ
গজব দিয়েছে স্রষ্টা।
সত্য পথ ছেড়ে মানুষ বেছে নিয়েছে শয়তানের পথটা।
শয়তান মানুষের চির শত্রু
মিথ্যা নয় কথাটা।
সময় থাকতে শয়তানের পথ ছাড়ো ভালো হবে জীবনটা।
সুখ শান্তিতে কাটবে জীবন ভালো হবে মরণটা।
মরণ যাহার ভালো হয় ভালো তার পরপারের জীবনটা।
আল্লাহ পাক খুশি হয়ে দিয়ে দিবেন জান্নাতটা।

কাঠালিয়া,ঝালকাঠি।