ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের পরিক্রমায় বাংলাদেশে শীতের আগমন ঘটছে।
শহরের তুলনায় গ্রাম গুলোতে একটু পূর্বেই শীতের আগমন লক্ষ্য করা যায়। এবং শীতের প্রবণতাও শহরের তুলনায় গ্রামেই বেশি অনুভূত হয়।
(কার্তিক-অগ্রহায়ণ) এই দুই মাস মিলে শুরু হয় হেমন্তকাল। হেমন্তের শুরু থেকেই শীতের শুষ্কতা এবং পাতাশূন্য গাছপালা আমাদের জানান দেয় শীত আসছে। প্রকৃতি তার আবেদনময়ী রূপ নিয়ে নতুন রূপে ধরা দেয় শীতকালে।
ঠিক তেমনই শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বড়ইচারা গ্রামে।
প্রতিবছরের ন্যায় এবারেও সবুজ ধানের সৌন্দর্যে ভরে উঠেছে বড়ইচারা গ্রাম। এছাড়াও মাঠে দেখা গিয়েছে টাটকা সব শীতকালীন সবজি। ফুলকপি,বাঁধাকপি, মূলা, গাজর আরো বিভিন্ন শাকসবজি।
কুয়াশাচ্ছন্ন সকালে গ্রামীন কর্মব্যস্ত মানুষের সহজ সরল জীবন-যাপন কৃষকদের মাঠে বিচরণ সবই যেন ঐতিহ্যর ধারক ও বাহক। যান্ত্রিক শহরের কোলাহল মুক্ত এই গ্রাম যেন শস্তির এক অনবদ্য উদাহরণ।
স্থানীয়দের দেখে ধারণা করা যায় তাদের মধ্যে শীতের সকল পূর্ব প্রস্তুতি চলমান। নবান্নের পূর্ব প্রস্তুতি, এছাড়াও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে গ্রামের আবাল-বৃদ্ধা-বনিতা সকলের মধ্যে।
শীতকাল একটি বিশেষ ঋতু। এটি এক ভিন্নরকম অনুভূতি তৈরি করে, যা প্রকৃতির স্নিগ্ধতা এবং স্মৃতির প্রতিচ্ছবি নিয়ে আসে। এই সময়ে পরিবেশ শান্ত ও স্নিগ্ধ থাকে, যা পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনে।
শু/সবা


























