০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইল – ০২ আসনে ফের নৌকার মাঝি  মাশরাফি

জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবারও নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে মাশরাফির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের উদ্দেশ্যে আজ সকাল ১০টার পর গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২০ নভেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে মাশরাফির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস।
জানা যায়, এই আসনে মনোনয়ন পেতে মোট ২০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে সবাইকে টেক্কা দিয়ে আবারও ও নড়াইল-২ আসনে নৌকার কাণ্ডারি হলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।
উল্লেখ্য যে, চলতি বছর সংসদ সদস্য হওয়ার প্রত্যাশায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যদি কোনো আসনে জয়ী হন, তাহলে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রধান জানিয়েছেন। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে বলেও নির্দেশনা দিয়েছেন।
জনপ্রিয় সংবাদ

প্রথমবার সমস্যার প্রকৃত চিত্র প্রকাশ করলেন প্রতিরক্ষামন্ত্রী

নড়াইল – ০২ আসনে ফের নৌকার মাঝি  মাশরাফি

আপডেট সময় : ১১:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবারও নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে মাশরাফির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের উদ্দেশ্যে আজ সকাল ১০টার পর গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২০ নভেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে মাশরাফির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস।
জানা যায়, এই আসনে মনোনয়ন পেতে মোট ২০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে সবাইকে টেক্কা দিয়ে আবারও ও নড়াইল-২ আসনে নৌকার কাণ্ডারি হলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।
উল্লেখ্য যে, চলতি বছর সংসদ সদস্য হওয়ার প্রত্যাশায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যদি কোনো আসনে জয়ী হন, তাহলে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রধান জানিয়েছেন। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে বলেও নির্দেশনা দিয়েছেন।